যদি জেনে না থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।
চলুন শুরু করা যাক...
আমি মুহাম্মদ পাবেল এন.জে
গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করছি, পাশাপাশি ওয়েব ডেভেলপিং ও এডসেন্স নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছি।
যারা এডসেন্স নিয়ে কাজ করেন তাদের জন্য এই পোস্টে আমি "হোস্টিং এর জন্য এডসেন্স রিজেক্ট ও এড লিমিট সমস্যা" নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, যা আপনাদের জেনে রাখাটা অনেক কাজে আসবে।
আমার নেমচিপ এর বিজনেস প্যাকেজ হোস্টিং এ অনেকগুলো সাইট হোস্ট করা। হোস্ট করা সাইটগুলোর মধ্যে ৮০% সাইট-ই এডসেন্স এপ্রোভ। এবং এডসেন্স এপ্রোভ হওয়ার সময় সাইটগুলো একত্রে বতর্মান হোস্টে ছিল না, আলাদা বেশ কয়েকটা হোস্টিং ছিল।
বর্তমান হোস্টে সবগুলো সাইট হোস্ট করি ২০২২ সালের নভেম্বর মাসে।
ডিসেম্বর ও জানুয়ারির দিকে কয়েকটি সাইট-এ এডস লিমিট আসে, এবং বতর্মান হোস্টিং থেকে কয়েকটি সাইট এডসেন্স এপ্লাই করি, কিন্তু কোন ভাবেই এপ্রোভ হলো না, রিজেক্ট আসছে বারবার, অথচ এপ্লাই করা সাইটে পারডে ৫০-১০০ ক্লিক আসতো গুগল থেকে তারপরও এক-ই সমস্যা।
এবং লিমিট হওয়া সাইটে প্রচুর অর্গানিক ট্রাফিক থাকা সত্ত্বেও কোনভাবেই এডলিমিট যাচ্ছিল না।
বাস্তব অভিজ্ঞতার জন্য কয়েকদিন আগে লিমিট হওয়া সাইট আমার আগের অন্য আরকটি হোস্টে ট্রান্সফার করলাম, ট্রান্সফার করার ২/৩ দিনের মধ্যেই অবাক করার মত এডলিমিট চলে গেছে। এবং এই হোস্ট থেকে এডসেন্স এপ্রোভও হয়েছিল আগে।
এবং এখনো একটি লিমিট সাইট নেমচিপ এর বিজনেস হোস্টে রেখেছি, যেটা থেকে এখনো লিমিট যাচ্ছে না, কিন্তু ট্রাফিক এর কমতি নেই সাইটে। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে, হোস্টিং চেঞ্জ করলে এটারও লিমিট চলে যাবে ইন-শা-আল্লাহ।
গুগল এডসেন্স সম্পর্কিত আরো কিছু পোস্ট
- মোবাইল বা কম্পিউটারে একাদিক নতুন এডসেন্স একাউন্ট তৈরী করার কার্যকরী ট্রিক | Create a New AdSense Account without any Issue
- কিভাবে গুগল এডসেন্স-এর পেমেন্ট মেথড-এ Bank Account যুক্ত করবেন দেখে নিন।
- কিভাবে গুগল এডসেন্স এর Identity Verification করতে হয় দেখুন - Google AdSense Update
- কিভাবে গুগল এডসেন্স-এর PIN Verification করতে হয় দেখে নিন - Google AdSense Update
এসব কিছুর পর একটি জিনিস পরিস্কার যে হোস্টিং এর কারণেও এডলিমিট বা এডসেন্স এপ্রোভাল পেতে সমস্যা হয়।
সুতরাং আমার পরামর্শ থাকবে যদি এডসেন্স নিয়ে কাজ করেন তবে এরকম এক হোস্টিং এ একাদিক সাইট না রাখা।
আমরা জানি যে প্রত্যেক হোস্টিং প্যাকেজ এর নির্ধারিত আলাদা আইপি এড্রেস থাকে, এবং মূলত সমস্যা টা হয় এই আইপি এড্রেস ডিটেক্ট করেই, এক হোস্টে যতগুলো সাইট রাখবেন, সবগুলো সাইটের-ই আইপি এড্রেস কিন্তু একটাই থাকবে।
আর যখন হোস্টিংগত প্রবলেম হয় তখন সবগুলো সাইটেই তার প্রভাব পড়বে।
বিঃ দ্রঃ পোস্টের দ্বারা উক্ত হোস্টিং কোম্পানিকেই শুধু বুঝানো হচ্ছে না, এরকম যেকোন কোম্পানির হোস্টিং এ-ই হতে পারে।
সেজন্য সবচেয়ে সেইফ হয় আলাদা হোস্টিং ব্যবহার করা।
*উপরোক্ত সম্পূর্ণ বিষয়সমূহ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করা।
আমাকে ফেসবুকে Follow করুন।
আমার সাথে Whatsapp এ যোগাযোগ করুন।
#pabelnj